গত ৫ জানুয়ারী, ২০১৭ তারিখে বিএসএর সহযোগিতায় সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে যাত্রা শুরু করে সাহেবাবাদ ড্রীমস ফর টুমরো সেন্টার। ড্রীমস ফর টুমরোর একটি উদ্যোগ “ইউর ড্রীমস” যার উদ্দেশ্য প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের অর্থনৈতিক ও অন্যান্য সুযোগ প্রদান করে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়তা প্রদান করা। তারই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা হচ্ছেঃ
রাসেল আহমেদ।
শ্রেণীঃ সপ্তম।
পিতাঃ হুমায়ুন কবির।
গ্রামঃ নগরপাড়।
ইউনিয়নঃ সাহেবাবাদ।
স্বপ্নঃ ইঞ্জিনিয়ার।
ফারজানা আক্তার।
শ্রেণীঃ অষ্টম।
পিতাঃ শফিকুল ইসলাম।
গ্রামঃ নগরপাড়।
ইউনিয়নঃ সাহেবাবাদ।
স্বপ্নঃ ডাক্তার।
ফারজানা আক্তার।
শ্রেণীঃ অষ্টম।
পিতাঃ মোঃ মনতাজ আলী।
গ্রামঃ সাহেবাবাদ।
ইউনিয়নঃ সাহেবাবাদ।
স্বপ্নঃ সফল উদ্যোক্তা ।
উল্লেখ্য, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল করার শর্তে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাসিক একটি নির্দিষ্ট হারে এই বৃত্তি প্রদান করা হবে। আজ ৯ জানুয়ারী, ২০১৯ তারিখে তাদের তথ্য সংগ্রহ করে ড্রীমস ফর টুমরো সেন্টার কর্তৃপক্ষের নিকটা প্রদান করেন বিএসএর ব্রাহ্মণপাড়া ইউনিয়নের সদস্য সাফায়েত হক এবং তাসনিম মাহমুদ জুয়েল।
proud to be a member of BSA and thanks god for giving a chance to work with BSA
Thank u. Keep visiting our blog for more update.
গ্রেট