“বি এস এ”
উম্মে হাফসা খাঁনম
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
এ যেন এক সুন্দর স্বপ্নের নাম,
যে স্বপ্নে বিভোর থাকে
প্রতিটা শিক্ষার্থী ব্রাহ্মণপাড়ার।
বি এস এ হলো এমন একটা সংঘ
যার প্রধান কাজ গড়ে তোলা ঐক্য।
সমাজের সেবায় বি এস এ করে সব কাজ
যার ফলে গড়ে উঠে সুন্দর এক সমাজ।
শিক্ষার প্রসারে কাজ করে প্রতিটা সদস্য
সফলতার মুখ দেখলে ভুলে যায় সব কষ্ট।
সংঘঠনের সদস্যদের একটাই অঙ্গীকার
সমাজ থেকে দূর করবে সকল অন্ধকার।
বি এস এ হলো আমাদের প্রাণের সংঘঠন
বি এস এ কে এগিয়ে নেব করি সবাই পণ।
go go
Masha Allah
ধন্যবাদ!